দেশ ও জাতিকে মুক্ত করতে ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন। তাদের হত্যাকারীদের ইতিহাস কখনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, ‘১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী চরম জুলুম ও অত্যাচার করে সেই অর্জিত স্বাধীনতাকে ম্লান করে দিয়েছিল। এ অবস্থায় একটি সফল গণ বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।’
আরও পড়ুন: বাংলাদেশ পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের পর জাপানের সংস্কারের সঙ্গে তুলনা রাষ্ট্রদূতের
তিনি আরও বলেন, ‘তাদের এ বিজয়কে আমরা দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা হিসেবে অভিহিত করতে চাই। এই নতুন বিজয় অর্জনে আমাদের অনেক রক্ত ও জীবন দিতে হয়েছে। দেশ ও জাতিকে মুক্ত করতে ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘স্বৈরাচার আওয়ামী সরকার অট্টহাসি দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে জনগণের রক্ত শোষণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। হাসিনা ও তার দোসররা সাধারণ মানুষের ওপর মারণাস্ত্র প্রয়োগ করেছে। যুদ্ধের মত করে হেলিকপ্টার থেকে নিজ দেশের নাগরিকদের ওপর গুলি বর্ষণ করে অনেককে হত্যা করেছে। তারা ছাত্র জনতার ওপরে যে নির্মম পৈশাচিক গণহত্যা চালিয়েছে তা কখনও ভুলে যাবার নয়।’