গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর!
১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
“আজ থেকে ৪৬ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীণতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অরাজকতার অব্যাহত ধারায় ৭৫’র পটপরিবর্তনের পর ৭ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্তের যাত্রা শুরু হলে ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। শহীদ জিয়ার গণতন্ত্রের প্রতি আস্থা ছিলো সুগভীর। আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বারবার দেশ ও গণতন্ত্রের সঙ্কটকালে অসীম সাহসিকতার সাথে জুলুম-নির্যাতনকে সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমরা সেই অদম্য সাহসের প্রতীক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে এখন পর্যন্ত যে সকল নেতাকর্মীরা আত্মদান করেছেন এবং দেশের পূর্বাঞ্চলে বিদ্যমান বন্যায় যারা নিহত হয়েছে তাদের প্রতিও জানাই আমার অকৃত্রিম শ্রদ্ধা। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভদিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিএনপি গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ গণমানুষের দল। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি’র সকল নেতাকর্মী নিরালস, একনিষ্ঠ ও আপোষহীন লক্ষ্যে স্থির। বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী এই মহান দিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলকে আরো সুসংহত ও গতিশীল করার জন্য মনেপ্রাণে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ দেড় দশক পরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রজনতা নি:স্বার্থ আত্মদানের মধ্যে দিয়ে স্বৈরাচারি দানব আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী দলগুলোকে একযোগে কাজ করতে হবে। এতোদিন গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী ছিল। এখন আইনের শাসন এবং নির্বিগ্নে মতপ্রকাশ ও স্বাধীন বিচার বিভাগ সুপ্রতিষ্ঠিত করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। অপরাধের যে পরিকাঠামো নির্মান করা হয়েছিলো সেটিকে উপড়ে ফেলে একটি শান্তিময় ও মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদী শক্তির মুল লক্ষ্য হতে হবে। খুনখারাবী ও সন্ত্রাস নির্ভর রাজনীতিকে উচ্ছেদ করে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের বিকাশের জন্য আমাদের আত্ম নিবেদন করতে হবে। সম্প্রতি ছাত্রজনতার অভূতপূর্ব গণআন্দোলনে স্বৈরাচারের পতনে যে সম্ভাবনার দিকগুলো উন্মোচিত হয়েছে তা ধাপে ধাপে সফল বাস্তবায়ন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্যই রাষ্ট্রীয়ভাবে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও ধারা শুরু করতে হবে।
এবারে দেশের উত্তরপূর্বাঞ্চলে প্রবল বন্যার প্রকপে বিপর্যস্ত হয়েছে জনপদের পর জনপদ। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ১ কোটি মানুষ। বন্যায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। উপদ্রুত এলাকায় দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের জন্য বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করেছে। গণসম্পৃক্ত দল বিএনপি জনগণের সুখ-দুঃখের সাথে সবসময় একাত্ম থাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানাই।
Related Posts
Add A Comment