বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার,অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়,রেদওয়ান মসজিদের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেপ্টেম্বর ১, ২০২৪,
সভায় সভাপতিত্ব করেন অষ্ট্রিয়া বিএনপি’র নবনির্বাচিত সভাপতি জনাব নেয়ামুল বশির এবং সভার সঞ্চালনা করেন অস্ট্রিয়া বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হানিফ ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা এবং বিএনপি অষ্ট্রিয়ার সাবেক দুইবারের সভাপতি জনাব ফজলুর রহমান বকুল।
সভার সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান শিবলী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব দুলাল ভূঁইয়া।
সভায় বিপুলসংখ্যক তরুণ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সকল তরুণ নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল তরুণ ছাত্র এবং জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশমাতা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।
তরুণ প্রজন্মের সুবক্তা সেজান খান দলকে আরো গতিশীল করার জন্য সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আবেদন জানান এবং বিগত আন্দোলন সংগ্রামে
শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
অষ্ট্রিয়া বিএনপির ত্যাগী ও সিনিয়র নেতা জনাব আবুল কাশেম রাসেল তার তার বক্তব্যে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন অবিলম্বে অস্ট্রিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করার জন্য পরামর্শ উপস্থাপন করেন।
দলের আরও এক সিনিয়র নেতা সালমান কবির সোহাগ ও আবুল কাশেম এর রাসেলের মত অবিলম্বে অস্ট্রিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সমাপ্ত করার বিষয়টি উপস্থাপন করেন।
দলের মহিলা নেত্রী মাসুম আরা রানি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সিনিয়র নেতৃবৃন্দের মতামতের সাথে সহমত প্রকাশ করেন।
দলের আরেকজন মহিলা নেত্রী নাদিরা সিকদার বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন বর্তমানে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং নিজেও কিছু অর্থ সিনিয়র নেতৃবৃন্দের তুলে দেন।
দলের আরেকজন ত্যাগী নেতা দুলাল ভূঁইয়া বিগত আন্দোলন সংগ্রামে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামের যে সকল তরুণ ছাত্র ও জনতা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং অবিলম্বে অস্ট্রিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার তাগাদা প্রদান করেন।
দলের পরিশ্রমী তরুণ নেতা জামাল উদ্দিন বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ যে সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন তার সাথে একমত পোষণ করেন।
তরুণ নেতা দুলাল ভুইয়া বগুড়ায় এলাকায় তার যে সাংগঠনিক কর্মকাণ্ড ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অস্ট্রিয়া বিএনপিকে শক্তিশালী করার অঙ্গিকার প্রদান করেন।
দলের আরেক নেতা রফিকুল ইসলাম দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো জোরদার করার প্রস্তাব করেন।
অষ্ট্রিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান শিবলী তার বক্তব্যে বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে উনার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলিকে সমাপ্ত করার অঙ্গীকার প্রদান করেন। জনাব শিবলী বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের সবার জন্য দোয়া এবং সুস্থতা কামনা করেন।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়া তার বক্তব্যে সকল শহীদের রুবেলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং অস্ট্রিয়া বিএনপিকে শক্তিশালী করতে ঐকের কোন বিকল্প নাই। সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা যেন ফজলুর রহমান বকুল তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিগত আন্দোলন সংগ্রাম ও বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূপের আত্মার মাগফেরাত কামনা করেন। দলের সর্বস্তরের সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
অস্ট্রিয়া বিএনপির সভাপতি জনাব নেয়ামুল বশির শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
উনি সম্মানিত নেতৃবৃন্দকে অবহিত করেন অনতি বিলম্বে সম্পন্ন করবেন এবং এই ব্যাপারে উনি অত্যন্ত দ্রুততার সাথে ,সবার সাথে আলোচনা করে সুন্দর একটি কমিটি উপহার দিবেন বলে নেতৃবৃন্দদেরকে অবহিত করেন।
সবশেষে উনি সম্মানিত নেতৃবৃন্দদের সবাইকে অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।