শিল্প কারখানা বন্ধ হলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে বলে আসঙ্কা প্রাকশ করেছেন অন্তরবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস।
এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে তিনি বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ে আন্দোলন করছেন, তবে এর ফলে কারখানা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হলে তা অর্থনীতির জন্য ক্ষতিকর হবে।
ড. ইউনূস জানান, ছাত্র-শ্রমিক বিপ্লবের পর দেশের অর্থনীতিতে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে, তা মোকাবিলা করা কঠিন হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় অর্থনৈতিক অবস্থা বেশ সংকটাপন্ন। ঠিক এ সময়ে শিল্প কারখানাগুলো বন্ধ হলে অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে বলে তিনি সতর্ক করেন।
তিনি শ্রমিকদের সমস্যার সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন এবং মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বের করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান, যাতে তারা কারখানা খোলা রেখে দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করেন।
ঔষধ ও তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানের গুরুত্বও তুলে ধরেন তিনি। এ দুই শিল্প দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হওয়ায়, সেগুলোকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানান ড. ইউনূস।
তিনি বলেন, বিদেশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন শ্রমিক-মালিক সম্পর্কের সূচনা করে নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করার লক্ষ্যে কাজ করছে সরকার, এমনটাই জানান তিনি।