রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপিকে পাশে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তারা নির্দিষ্ট সময়ক্ষণ বেঁধে দিতে চায় না।
শনিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।
তিনি বলেন, মো. সাহাবুদ্দিনের অপসরাণ ইস্যুতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে। দল দুটি রাষ্ট্রপতির পদ থেকে তার অপসারণ চায়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাষ্ট্রপতির ইস্যু ছাড়াও তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দ্বিতীয় প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সঙ্গে কথা হয়েছে। বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।