বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে আর চলবে না। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্রলীগের চেয়ে অনেক সন্ত্রাস করেছে যুবলীগ। তার চেয়ে বহু গুণ সন্ত্রাস করেছে আওয়ামী লীগ।
যেসব কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে একই কারণে যুবলীগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলায় নেই।’