ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটক করা হয়েছে। রোববার ভোর রাত পৌনে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর সময় তাকে আটক করা হয়।
চলতি বছরের ২৮ জুলাই দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে, যেখানে তার বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ করা হয়। অর্থাৎ কর্মজীবনে যখন যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন গোলাম ফারুক।