নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটলো এক নতুন ঘটনা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো জয় পায়নি বাংলাদেশ। টেস্টের ২৪ বছরের ইতিহাসে সেই আক্ষেপ এবার ঘুচে গেল সিরিজের প্রথম টেস্টেই। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারিয়ে। দ্বিতীয় টেস্টে আরও বড় রেকর্ড গড়ল বাংলাদেশ।
প্রথমবারের মতো টেস্টে তাদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছে বাংলাদেশ। তৃতীয় কোনো প্রতিপক্ষকে দীর্ঘ সংস্করণে ধবলধোলাই করলো নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে ক্রিকেটের আদি সংস্করণে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
পাকিস্তানকে ধবলধোলাই করে একটা কীর্তিতে নাম তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাইয়ের বিব্রতকর লজ্জা দিয়েছেন মুশফিকুর রহিম-লিটন দাসরা।
এর আগে পাকিস্তানকে এই তিক্ত স্বাদ দেয় ইংল্যান্ড। ২০২২ সালে তিন টেস্টের সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড।